পাবনার চাটমোহরে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ১১ জন দুঃস্থ শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে পাবনা-৩ সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এই হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, চাটমোহর পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন মিয়া, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মকবুল হোসেন, পাবনা জেলা পরিষদ সদস্য সংরক্ষিত মহিলা আফিয়া সুলতানা আঁখি, পারভীন, সাংবাদিক মো: হেলালুর রহমান জুয়েল।
আরো উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু সহ চাটমোহর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও সাধারণ সম্পাদক মাসুদ রানা সুরুজ।
চাটমোহর উপজেলা কৃষক লীগের সভাপতি মজনু খাঁ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। বিতরণকালে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক বৃন্দ, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মী।
এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১১ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।