পাবনার ভাঙ্গুড়ায় অনুমোদনবিহীন পল্লী চিকিৎসক ও পশু চিকিৎসক প্রশিক্ষণ সেন্টার পরিচালনা করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বিমল চন্দ্র (৬৩) কে ৩০ হাজার জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান উপজেলার পৌর সদরের মেন্দা কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদন্ডাদেশ আরোপ করেন। বিমল চন্দ্র ওই মহল্লার কমল চন্দ্রের ছেলে ও সাবেক ব্যাংকার ।
জানা গেছে, উপজেলার মেন্দা কালিবাড়ি এলাকায় নিজস্ব বাসভবনের একটি কক্ষে লাইসেন্স বিহীন অবৈধভাবে ২ বছর ধরে গবাদিপশু প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে আসছিলেন বিমল চন্দ্র। এমন খবরের ভিত্তিতে শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পান। এ সময় পল্লী চিকিৎসক ও পশু চিকিৎসক প্রশিক্ষণ সেন্টারের সত্বাধিকারী বিমল কুমারকে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ১৪ ধারা লংঘনের দায়ে ৩০ হাজার টাকা অর্থদন্ডারোপ করা হয় এবং লাইসেন্সবিহীন প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলমসহ ভাঙ্গুড়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, লাইসেন্স বিহীন অবৈধ গবাদিপশু প্রশিক্ষণ ও চিকিৎসা বন্ধে আগামীতে এই ধরণের অভিযান চলমান থাকবে।