সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া পূর্ব পাড়ায় আধুনিক শিক্ষার সমন্বয়ে কুরআন শিক্ষার আলো ছড়িয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মো. সালাউদ্দিন ও মো. দেলোয়ার হোসেন। সম্পর্কে তারা চাচা ভাতিজা। তাদের বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবে রুপ দিতে শতবছরের পুরনো “ভূমুরিয়া মধ্যপাড়া কবরস্থান সংলগ্ন নতুন দৃষ্টি নন্দন মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও তারা বিভিন্ন সময় সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে থাকেন।
“ভুমুরিয়া মধ্যপাড়া কবরস্থান নুরানিয়া হাফিজিয়া মাদরাসা” নামে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি চালু হলে দেশের বিভিন্ন প্রান্তের মাদরাসায় পড়ুয়া স্থানীয় শিক্ষার্থীরা বাড়িতে থেকেই লেখা পড়া করতে পারবে।
শুক্রবার (২৫ আগষ্ট) সকালে মাদরাসাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার।
এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বিদ্যুৎ, ইঞ্জিনিয়ার জালাল উদ্দীন, আবু বক্কার সিদ্দিক দুলাল, মো. আব্দুল খালেক ইমন, আলমগীর হোসেন সহ স্থানীয় ইউপি সদস্য ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ বলেন, এখানে মাদরাসা দৃষ্টি নন্দন, উন্নত কবরস্থান ও রাস্তা ঘাট উন্নয়নে আরেক ধাপ এগিয়ে যাবে এলকা। প্রবাসিদের এমন মহোতি উদ্যোগকে স্বাগত জানান তিনি। প্রবাসিরা মুঠো ফোনে জানান, আমরা সরকারের উন্নয়নে অংশ হিসেবে গ্রামবাসির জন্য কিছু করতে সকলের দোয়া আর ভালবাসা চাই।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক হোসেন সরকার বলেন, ইসলামের পথে চললে জীবন সুখী ও সুন্দর হয়। দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে হলে দ্বীনি শিক্ষার বিকল্প নাই। এলাকার ছেলে মেয়েদের কোরআন শিক্ষার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী দুজনের এ উদ্যোগ আমার খুব ভালো লেগেছে।