পাবনার চাটমোহরে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে পিকেএসএফ’র সহায়তায় বেসরকারি সংস্থা পিসিডি এই শিক্ষাবৃত্তি প্রদান করে। পিসিডি’র নির্বাহী পরিচালক মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন। বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু, পিসিডি’র পিও মোঃ আঃ গণি, বৃক্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাসিব সরকার, অভিভাবক নার্গিস খাতুন প্রমূখ। অনুষ্ঠানে ২০ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীর প্রত্যেককে শিক্ষাবৃত্তি হিসেবে ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।

রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চাটমোহরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩