পাবনার ফরিদপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা প্রতিবাদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগষ্ট) বিকালে পৌর আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন পৌর মুক্ত মঞ্চে জাতীয় শোক ও গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ খলিলুর রহমান সরকার, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম হোসেন গোলাপ, পৌর মেয়র খ,ম কামরুজ্জামান মাজেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ফরিদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ আলহাজ্ব হাসান আলী বিএসসি সহ ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সকল অংগসংগঠন।
অনুষ্ঠানে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়ে প্রধান অতিথি বক্তব্য রাখেন। আলোচনা শেষে ১৫ আগষ্ট ও ২১ শে আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফরিদপুরে শোক দিবস ও গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ আগস্ট, ২০২৩