বাগানের ফুল চুরি হয়
কারো চুরি হয় মন,
টাকা সোনা কয়লাও চুরি
হয় যে দেশে এখন!
চোরেরা বসে উচ্চ আসনে
ছাড়ে নীতি বাক্য- বুলি,
ভাবছে বুঝি জনগণকে
বাপ দাদাদের কুলি!
বৌ চুরি হয় বাসর ঘরে
কেউ কি শুনেছো বলো?
বর চুরির সে ঘটনাও
পত্র পত্রিকায় এলো!
কবির কবিতা চুরি করে
ছ্যাচড়া সে এক চোর,
মেধা চুরি করেনা কেউ
খুলে বিবেকের দোর।
দুঃখ চুরি হয়না কভু
সুখ চুরি হয় যতো,
চোখের জল হয়না চুরি
হাসি চুরি হয় কতো!
সব চোরের বিরুদ্ধে আজ
করতে হবে মামলা,
অন্যায়ের হোক প্রতিরোধ
এবার ঠ্যালা সামলা।