মনের মাঝে অনেক কথা
সব কি আর প্রকাশ পায়,
ঢেউয়ের মতো আসে মনে
ঢেউয়ের মতো ফিরে যায়।
অনেক কথাই আসে মনে
লিখতে গেলে হারিয়ে যায়,
রাত্রি হলে যেন আসে ফিরে
ভোরের আলোয় ভুলে যাই!
তোমার কথা রাত দুপুরে
চুপিচুপি হায় আসে মনে,
একদিন তুমি ছিলে ওগো
আমার এই হৃদয় কোণে!
তোমাকে চিঠি লিখতে গিয়ে
অনেক কথাই স্থান পায়,
হঠাৎ ভীষণ ঝড় এসে
লেখাগুলো সব উড়ে যায়!
ইচ্ছে করে লিখতে চিঠি
তবুও হয়না চিঠি দেয়া,
নিরব রাতে হৃদয় পটে
ভাসে যেন স্মৃতির খেয়া!
তোমায় লেখা কতো কথাই
হারিয়ে যায় সবই হায়,
লিখতে গিয়ে হয়না লেখা
সবকিছু যেন মুছে যায়!