বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নেই আর পোড়ানোর ভয় – রুদ্র অয়ন
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
অগ্নিগিরির কাছে
শিখেছি পুড়তে
পুড়েছি রোজ ছাই চাপা
শত অভিমানে,
তুমি আর কতটা
পোড়াবে আমায়,
তোমার দহন কতটুকু
পোড়াতে জানে?