আজকে যারে ভাবছি ভালো
কাল সে হয় মন্দ,
সরল মনে বুঝিনে হায়
মন্দ ভালো দ্বন্দ্ব।
যাদের আমি বাসছি ভালো
তারাই করছে ঘৃনা,
আজ চোখে রঙিন স্বপন
কালকে স্বপ্নহীনা।
আজকে যেজন অপরুপা
কাল ভয়ংকর সে,
আজকে যাহা হৃদয়গ্রাহী
কাল অসুন্দর যে!
আজ যাকে ভাবছি মহান
কাল দেখি সে বন্য,
আজ যিনি শ্রদ্ধাভাজন
কাল সে হয় ঘৃন্য!
আজ যারে ভাবছি আপন
কাল সে হয় পর,
আপন পরের এ খেলাটা
চলছে নিরন্তর।