দিন শেষে
সন্ধ্যা ঘনায়,
পৃথিবীর বুকে
নেমে আসে রাত।
আঁধার কালো রাত
নেমে এলে
সবার চোখে কি
ঘুম পরীরা এসে
ঘুম দিয়ে যায়?
কখনও কখনও
কারো কাছে
নিদ্রাহীন রাতটুকু
বেদনা লুকানোর
চাদরও তো হয়।
যখন পৃথিবী ঘুমায়
ঘুমে মগ্ন থাকে সেও,
ফেরারি পাখির মতো
তখন নিদ্রাহীন আমি
রাতের বুকে
আঁধারের ভাজে ভাজে
আঁকি বেদনার জলছাপ!