মঙ্গলবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

র‌্যাবের উদ্যোগে ২৭বাহিনীর ২শ ৮৪জন জলদস্যুদের মাঝে ঈদের বিশেষ উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সুন্দরবনসহ দেশের দক্ষিনাঞ্চলে আত্মসমর্পণকারী কর্মহীন জলদস্যুদের সাহায্য এবং আসন্ন ঈদ-উল-আয্হা উপলক্ষে শুক্রবার র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ থেকে আত্মসমর্পণকৃত ২৭টি বাহিনীর ২শ ৮৪ জন জলদস্যুকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
র‌্যাবের প্রদান করা ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে খাবার চাল, পোলার চাল, ডাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, গুড়াদুধ, লবন, পিয়াজ, দারুচিনি, গুড়া সাবান, লাক্স সাবান, হাত ধোয়ার মিনি সাবান, মাস্ক, ব্যাগ ও যাতায়াত বাবদ সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে।

এর মধ্যে বাগেরহাট সদরের ৫৭ জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, বিপিএম ও অপস্ অফিসার সিনিয়র এএসপি মুকুর চাকমা। বাগেরহাট জেলার মোংলায় ১শ ৩০জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ ইফতেখারুজ্জমান।


খুলনার ৩৫জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮’র ‘ল’ অফিসার এএসপি মোঃ আদনান মুস্তাফিজ। সাতক্ষীরা সদর ও মুন্সিগঞ্জে ৬২জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮ এর স্কোয়াড কমান্ডার এএসপি মাহিদুল হাসান।প্রধানমন্ত্রীর নেতৃত, দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত¡াবধান র‌্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্যু মুক্ত। র‌্যাবের বিশেষ তৎপরতায় ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করে সরকার। সেই থেকে অপহরণ, হত্যা, লুটতরাজ বন্ধ হয়ে শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনসহ গোটা দক্ষিনাঞ্চলে। মাওয়ালী, বাওয়ালী, বনজীবী, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদ। নির্ভয়ে নির্বিঘ্নে আসছে দর্শনার্থী-পর্যবেক্ষক এবং জাহাজ বনিকেরা।

সরকারের পক্ষ থেকে আত্মসমর্পনকারী সকল জলদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনায় রয়েছে। এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ থেকে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।