মঙ্গলবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিদ্যুৎ বিতরণ ও সরবরাহে অব্যবস্থা, ভোগান্তিতে গ্রাহক

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মে, ২০২০

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
নগরীসহ জেলার প্রায় প্রতিটি উপজেলায় বিদ্যুৎ বিতরণ ও সরবরাহ ব্যবস্থা চরম বিপর্যয়ের কবলে পরেছে। ফলে পবিত্র রমজান মাসে চরম ভোগান্তিতে পরেছে লাখ লাখ গ্রাহক। গত কয়েকদিন থেকে আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

সূত্রমতে, চলতি মৌসুমে নগরীসহ জেলার কয়েকটি এলাকার ওপর দিয়ে ছোট ও মাঝারি কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পর বিদ্যুৎ নিয়ে চরম বিপাকে পরতে হয়েছে নগরবাসী। গত ৭ মে সন্ধ্যার পর ৩৫ কিলোমিটার বেগের ঝড়ে নগরীসহ ঝালকাঠী জেলার বিদ্যুৎ সরবারহ বন্ধ ছিল গভীর রাত পর্যন্ত। যেকারণে বিদ্যুৎবিহীন ভোগান্তির মধ্যদিয়েই রোজাদারদের তারাবি নামাজসহ অন্যান্য কাজ করতে হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, নগরীর প্রায় ২২টি ১১/.০৪ কেভি ফিডারের মাধ্যমে পৌনে দুই লাখ গ্রাহককে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে ওজোপাডিকোর দুটি বিতরণ বিভাগ। সাথে রয়েছে ছয়টি ৩৩ কেভি ফিডার কিন্তু জরাজীর্ণ বিতরণ ও সরবারহ লাইনসহ ১১ কেভি ও ৩৩ কেভি লাইনগুলোর কারণে নগরবাসীর ভোগান্তির শেষ নেই। এর সাথে ওভারলোডেড ট্রান্সফর্মার এবং তার নিয়মিত রণাবেণের অভাবে নগরীর বিদ্যুৎ সরবারহ ও বিতরন ব্যবস্থার কোন উন্নতি হচ্ছেনা। তবে এসব কিছু

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।