মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
দেশের অন্যতম সেরা বিদ্যাপিঠ নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য ও বিশিষ্ট সমাজসেবক খন্দকার মাহাবুব (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী……… রাজিউন)। গত বুধবার গভীর রাতে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ হার্ট ও কিডনী রোগে ভূগছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য ও বিশিষ্ট সমাজসেবক খন্দকার মাহাবুবের মৃত্যুতে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, নওয়াপাড়া প্রেসকাবের সভাপতি ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক-সম্পাদক আসলাম হোসেন, সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, অবিভাবক সদস্য ও অভয়নগর উপজেলা আ’লীগের সহ-সভাপতি সানা আব্দুর মান্নানসহ পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ।