মঙ্গলবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শোকের মাসে গানের বাজনা : জনমনে ক্ষোভ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় শোকাবহ আগস্টে সাংস্কৃতিক সন্ধ্যার নামে সারারাত গান বাজনা আর অশ্লীল নৃত্য পরিবেশন করায় জনমনে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের দুর্বল তদারকির কারনে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। থানার হাটিকুমরুল রোড গোলচত্বরে রাতভর নাচ-গান আর অশ্লীল নৃত্য যেন স্বাধীনতা বিরোধীর প্রমান বয়ে আনে। গত শনিবার রাতে হাটিকুমরুল রোড গোলচত্বরে অনিবন্ধিত মাইক্রো রেন্ট এ কার মালিক সমিতির অভিষেক অনুষ্ঠানের নামে এমন অনাকাঙ্খিত ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেছে এলাকার সচেতন মহল। অনুষ্ঠানের ব্যানারে লেখা প্রধান অতিথি আ’লীগ নেতা, ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম (আলম রেজা) উপস্থিত ছিলেন না এবং বিশেষ অতিথি সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক মধ্যাহ্ন ভোজ আর সন্ধ্যায় এসে দেখা করে গেছেন বলে আয়োজক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান। হাটিকুমরুল ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল বলেন,শোকের মাসে এমন কর্মকান্ডের জন্য আমি তীব্র নিন্দা জানাই। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এ বিষয়ে জানান,আমি শুধু আ’লীগের সাধারন সম্পাদক হিসেবেই নয়,একজন মুক্তিযোদ্ধা হিসেবে এমন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। শোকের মাসে অনাকাঙ্খিত আয়োজনকারীদেরব শাস্তির দাবী করছি। সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর জানান, ১৯৭৫ সালের যে দিনে জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনকসহ তার পরিবারকে। শুধু তাই নয়, ২০০৪ সালের এই মাসে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড ছুড়ে হত্যার চেষ্টা করা হয়েছিল।সে ঘটনায় নিহত হয় আইভি রহমান সহ ২৪ জন। তাই শোকাবহ এ মাসে এমন আয়োজন মোটেও কাম্য নয়। আয়োজনকারী শাস্তির আওতায় আনা হোক। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান,কত পারেন আয়োজকদের বিরুদ্ধে লেখেন। আপনারা তো শুধু পুলিশকে পাইছেন। শোকের মাসে পুলিশের উপস্থিতিতে অশ্লীল নৃত্য এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, এ ঘটনা আমাকে কেউ জানায়নি। এটা একটা গর্হিত কাজ,যারা এ কাজ করেছে তাদের ডাকবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। শোকের মাসে রাতভর অশ্লীল নৃত্য, গান বাজনায় পুলিশ প্রশাসনের রহস্যজনক নিরব ভুমিকা নিয়ে জনমনে নানা গুঞ্জণ চলছে। সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে সচেতন মহল জোর দাবী জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।