উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষিবিদ মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যদেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার , ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
সুজানগরে সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ আগস্ট, ২০২৩