পাবনা চাটমোহরে নানা আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন করা হয়। আজ ০৮ আগস্ট (মঙ্গলবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী নানা আয়োজনে চাটমোহরে উদযাপন করা হয়েছে। তাকে স্মরণ করে বিভিন্ন রাজনৈতিক চাটমোহর উপজেলা আওয়ামী লীগ, পৌর ও সাংস্কৃতিক সংগঠন দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে। এবং সকল সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক দলীয় কার্যালয়ে সকাল ৯.৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্তু অনুষ্ঠিত সভাপতিত্ব ও দোওয়া পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত কাউন্সিলর নাজিমুদ্দিন মিয়া সঞ্চালনা করেন সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন। সভায় বক্তব্য রাখেন সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী যুবলীগ, আলতাব হোসেন রকি সহ-সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, শরিফুল ইসলাম শরীফ সভাপতি উপজেলা জাতীয় শ্রমিক লীগ, মাসুদ রানা সুরুজ সাধারণ সম্পাদক উপজেলা জাতীয় শ্রমিক লীগ, জিয়ারুল ইসলাম জিয়া সাধারণ সম্পাদক পৌর জাতীয় শ্রমিক লীগ সহ উপস্হিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।