পাবনার চাটমোহরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার( ৮ আগস্ট) সকালে যথাযোগ্য মর্যাদায় চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরকার শরিফ মাহমুদ সঞ্জুর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক তন্ময় কর্মকারের সঞ্চলনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, সহকারী অধ্যাপক অশোক কুমার চক্রবর্তী, হাসিনুর রহমান, মাহবুবুল ইসলাম, নাজমুল হক, আগমনী চক্রবর্তী প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা আদর্শিক মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করেন।