পাবনার চাটমোহরে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ পাবনা জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ আগস্ট) বেলা ২টায় পাবনা জেলা শাখার অস্থায়ী কার্যালয় হান্ডিয়ালে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ছাইফুল ইসলাম কোরবানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ পাবনা শাখার যুগ্ম সম্পাদক ময়নুর রহমান হিরোক, দপ্তর সম্পাদক ও মুনিয়াদিঘী কৃষি কলেজের অধ্যক্ষ মোঃ আবু শাহিন, হান্ডিয়াল প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি, চলনবিল নাট্য সংসদ সাংগঠনিক সম্পাদক কে,এম, গোলাম কিবরিয়া উজ্জ্বল, যাত্রাশিল্পী মোঃ জয়নাল আবেদীন, শ্রী বিশ্বনাথ বসাক, মোঃ ফজর আলী, কুমারী রত্না রানী দাস, মোঃ আইয়ুব আলী, মোঃ সাক্কাত প্রাং, শ্রী তাপস সরকার, আমিরুল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা ১৫ই আগস্ট সম্পর্কে শোক প্রস্তাব সহ যাত্রাশিল্পর সাংগঠনিক কার্যাক্রম মজবুত ও স্বাবলম্বী করা সহ যাত্রাশিল্পর মান উন্নয়ে সরকারের সাহ্য সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সলক সদস্যদের পরিচয় পত্র প্রদান করা হয়।