স্টাফ রিপোর্টার:
খুলনা ফুলতলা থানা এলাকায় ডিবির চৌকস অভিযানে বিদেশি অত্যাধুনিক অস্ত্র,গুলি সহ ফুলতলার ইব্রাহিম হত্যা মামলাও চাঁদাবাঁজি মামলার আসামি আরিফুল ইসলাম দিপু আটক হয়।এই বিষয় খুলনা জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে মিডিয়া প্রেস ব্রিফিংয়ে জানান খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব তোফায়েল আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়ার দিক নির্দেশনায়,এসআই মুক্ত রায় চৌধুরী, (পিপিএম),সঙ্গীয় ফোর্স সহ চলমান বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানাধীন যুগ্নিপাশা পশ্চিমপাড়া সরদার বাড়ি জামে মসজিদের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর থেকে আসামি
১। আরিফুল ইসলাম দিপু (২৬),পিতা-আমজাদমোল্যা, মাতা-রেহেনা বেগম,সাং- আলকা মধ্যপাড়া,থানা- ফুলতলা, জেলা-খুলনা রাত ০৯.৩৫ টার সময় আসামির কাছে থাকা ০১ (এক) টি অত্যাধুনিক বিদেশী পিস্তল,০৫(পাঁচ) রাউন্ড গুলি লোড অবস্থায় গ্রেফতার করে।অনুসন্ধানে জানা যায়, পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা রুম্মন হোসেন রমিও ও রুবেলের একান্ত সহযোগী।তার বিরুদ্ধে ফুলতলার ইব্রাহিম হত্যা মামলা সহ ছিনতাই চাঁদাবাজী অভিযোগ রয়েছে।এসংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা খুলনার পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া বাদী হয়ে ফুলতলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করবে বলে জানান।