কৃষি প্রনোদনার কর্মসূচির আওতায় খরিপ ২ মৌসুমে রোপা আমন (উফশি) ধানের সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষ্য বিনা ধান ১৭ এর চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্য রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১ টায় চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধন করেন বগুড়া অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমদ।
শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে, স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, মূখ্য আলোচক ছিলেন খামারবাড়ি পাবনার উপপরিচালক কৃষিবিদ ড.জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মঃ শাসসুদ্দিন ফিরোজ। আরোও বক্তব্য দেন, মথুরাপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলম, চাটমোহর প্রেসক্লাবের সবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, কৃষক মামুনুর রশীদ প্রমূখ। আলোচনা সভাটি সঞ্চালন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ।
রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া ব্লকে ৫০ একর জমিতে সমলয়ে রোপা আমন ধানের চারা রোপন করা হচ্ছে।