দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোমবার (৩১ জুলাই) পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোছাঃ তানজিনা খাতুন।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে সোমবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকশীর বিল থেকে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকা মূল্যমানের কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, খামার ব্যবস্থাপক আব্দুল খালেক সহ থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ডিকসির বিল থেকে প্রায় সাড়ে ৪ লক্ষধীক টাকা সমমূল্যের কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকেবে।