খাগড়াছড়ির রামগড়ে ৪৩বিজিবি রামগড়ের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকার বিদেশি মোবাইল ফোন জব্দ করেছেবিজিবি’র টহল দল। শনিবার (২৯ জুলাই) বিকেলে ব্যাটালিয়নের আওতাধীন কাঁশিবাড়ী বিওপি এলাকার খেদাব্রীজ নামক স্থান গোয়েন্দা তথ্যেরভিক্তিতে অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করা হয়। আজ রবিবার জোন সদরে বিজিবি’র প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে, কাঁশিবাড়ি বিওপি’র নায়েব সুবেদার মোঃ মতিউররহমানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে খেদা ব্রীজ নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতেফাঁদ পাতেন। পরে ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দলতাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজ্ঞপ্তিতে আরো জানায়, টহল দল ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় ১৪টি কোম্পানীর ৩২০টি মোবাইল ফোন জব্দ করে।জব্দকৃত মোবাইলের সিজার মূল্য প্রায় ১ কোটি টাকা। জব্দকৃত এসব মোবাইল সীতাকুণ্ড কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রমপ্রক্রিয়াধীন রয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান,খুবই সুক্ষ্মভাবে বিজিবি এই অভিযান পরিচালনা করে।এত বড় অবৈধ চালানের মূল হোতাকে চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।তিনি আরো জানান,বিজিবি সীমান্ত সুরক্ষারপাশাপাশি জোন এলাকার যাবতীয় অপরাধ কর্মকান্ড দমনে প্রতিনিয়ত কাজ করছে যা আগামীতেও অব্যাহত থাকবে।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রামগড়ে বিজিবির অভিযানে কোটি টাকার মোবাইল জব্দ
প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ জুলাই, ২০২৩