নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে নতুন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হিসেবে মোঃ এরশাদ উদ্দিন ২৩শে জুলাই বৃহস্পতিবার কর্মস্থলে যোগদান করেছেন। এসময় বিদায়ী ইউএনও মুহাম্মদ আব্দুর রহিম সুজন নবযোগদানকারী ইউএনওকে দায়িত্বভার প্রদান সহ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নতুন ইউএনও মো. এরশাদ উদ্দিন ময়মনসিহের ত্রিশাল উপজেলায় সহকারি কমিশনার(ভূমি)দ্বায়িত্ব পালন এবং সর্বশেষ তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে নান্দাইলে প্রশংসিত মানবিক ইউএনও মুহাম্মদ আব্দুর রহিম সুজন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসাবে যোগদান করছেন।