মঙ্গলবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তাড়াশে মাছ ধরাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা, অস্ত্র ছিনতাই – আটক সাত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম আদার পাড়া গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা হয়েছে।

এ সময় বিবাদমান পক্ষ ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশ সদস্যোর হাত থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীদের ধারালো অস্ত্র ও লাঠিসোটার আক্রমনে পুলিশ সদস্যরা পাশের বাজারে আশ্রয় নেয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন।পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদের সহযোগিতায় ছিনিয়ে নেয়া রাইফেল উদ্ধার করা হয়।

তাড়াশ থানার উপপরিদর্শক দেবব্রত কুমার বাদী হয়ে সাত জনকে আটক ও ১০জন পালাতক সহ ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

আটককৃতরা হলেন,হাজী সেরাজ,জমসেদ, মোকসেদ, নুরুজ্জামান, সোলায়মান আলী,মানচু বেগম,ও জাহানারা খাতুন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা তালম ইউনিয়নে তালম আদার পাড়া গ্রামে নাগার পুকুর নামে একটি জলাশয় মৎস্য অধিদপ্তরের কাছ থেকে লীজ নিয়ে মাছ চাষ করেন স্থানীয় সুফলভোগীরা । এসব সুফলভোগীদের মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে খয়বর গ্রুপের সাথে হাজী সেরাজ গ্রুপের দ্বন্দ শুরু হয়। এ নিয়ে স্বানীয়ভাবে একাধিকবার দরবার হয়। কিন্তু ঘটনাটি মিমাংসা না হওয়ায় উভয় পক্ষই এই পুকুরে মাছ ছাড়েন।

আজ (বৃহস্পতিবার) ভোররাত তিনটার দিকে থানার ডিউটি অফিসারকে স্বানীয় আওয়ামী নেতা আব্দুর রহিম ফোন করে করে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষের কথা জানায়।এ সময় ঐ এলাকায় নাইটি ডিউটিতে থাকা এস,আই দেবব্রত কুমার সঙ্গীয় চারজন ফোর্স নিয়ে ভোর চারটার সময় ঘটনাস্থলে পৌঁছালে হাজী সেরাজের গ্রুপ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়।এ ঘটনায় পুলিশ কনস্টেবল ফিরোজ ও সনাতন কুমার আহত হয়। তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লাপাড়া সার্কেলের এএসপি অমৃত সূত্রধর জানিয়েছেন, সাতজন আসামিকে আটক করা হয়েছে। বাকিদের আটকের প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।