মোঃ কামাল হোসেন যশোর থেকে:
বিশ্ব যখন ভয়ে ঘর বন্দি কোভিড-১৯ করোনা ভাইরাসের। করোনায় মৃত ব্যাক্তির কাছে যখন তার আত্মীয় স্বজনরা ভয়ে আসে না ঠিক তখন করোনাকালে বিপর্যস্ত মানবতার মধ্যেও সারাদেশে মানবতার আলোর মশাল জ্বালিয়ে পল্লীচিকিৎসকরা সেবা প্রদান করে যাচ্ছেন। আজ। দেশে করোনাভাইরাসের কারণে মণিরামপুর উপজেলার পল্লী চিকিৎসকরাও জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত গ্রামের সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। করোনা প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের পিপিই ছাড়াই তারা রোগীদের সেবা দিয়ে আসছেন। এতে করে চিকিৎসক, রোগীসহ সাধারণ মানুষ করোনা আতঙ্কে পড়ে। অবশেষে তাদের পাশে এসে দাঁড়ালেন যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান দানবীর এস এম ইয়াকুব আলী। তিনি বৃহস্পতিবার সিটি প্লাজার রিসিভশনে মণিরামপুরের পল্লী চিকিৎসকদের ১০০ সদস্যর জন্য সুরক্ষা সরঞ্জাম হিসাবে পিপিই ও মাস্ক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কবি ও লেখক অলিয়ার রহমান,এবং মনিরামপুরের আরেক কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের তরুণ চিকিৎসক ডা. মেহেদী হাসান। ডা. মেহেদী হাসান দানবীর ইয়াকুব আলীর আপন ছোটভাই তিনি মনিরামপুরের মানুষকে ফ্রী করোনার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
সকলের উপস্থিতে দানবীর এম ইয়াকুব আলী পল্লীচিকিৎসক সমিতির মনিরামপুর শাখার সভাপতি আলমগীর হোসেন (মন্টু), সাধারণ সম্পদক বাবর আলী, পল্লীচিকিৎসক জহির উদ্দীন, বজলুর রহমান টিক্কা প্রমুখ’দের হাতে ১০০পিস পিপিই ও কেএন ৯৫ মাস্ক এবং সারজিকাল মাস্ক তুলে দেন। বিশেষ এক সাক্ষাতে এসময় সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছি। সব সময় সাধারন মানুষের পাশে আছি অতীতে ছিলাম, বর্তমান এবং ভবিষ্যতেও পাশে থাকবো। এই করোনা ভাইরাস বিশ্বে মহামারী হিসেবে দেখা দিয়েছে। প্রতিটি মানুষকে সচেতন হয়ে সমাজের প্রতিটি মানুষকে সচেতন করলে আমরা সবাই নিরাপদে থাকব বলে মনে করি এবং করোনা প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিতরণ অব্যাহত থাকবে ইনশাল্লাহ।