জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন। সোমবার সকালে কর্মকর্তার নিজ কার্যালয়ে এ মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়। “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচী তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অশেক এসবি সাত্তার, উপজেলা প্রেসক্লাব’র সভাপতি (ভার.) রিয়াজুল ইসলাম ও সম্পাদক খাদেমুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর’র বাস্তবায়নে আগামী ২৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। এছাড়াও উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও মৎস্য খাতে উন্নয়নে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও জীবিদের নিয়ে বিভিন্ন উপকরণ বিতরণ এবং প্রশিক্ষণ দেয়া হবে।
মঙ্গলবার , ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই রজব, ১৪৪৭ হিজরি
বাগাতিপাড়ায় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ জুলাই, ২০২৩