‘নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান গানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ ইং উদযাপন উপলক্ষে আটঘরিয়া উপজেলায় সাংবাদিক ও মৎস্য চাষিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার (অ:দ:) আব্দুল মতিন।
আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, আটঘরিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ মৎস্য চাষিরা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।