সলঙ্গা প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ১৫৫ বোতল ফেন্সিডিল সহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১২ মিডিয়া অফিসার ও সদর কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান। আটককৃতরা হলেন,h জয়পুরহাট সদরের ইচুয়া ঘাটকা মধ্যপাড়া গ্রামের খাতের আলীর ছেলে আলতাফ হোসেন ওরফে আলোক চান (৪০), একই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সুমন হোসেন (২৫), ঘাটকা দক্ষিণপাড়া গ্রামের আলোক হোসেনের ছেলে আলম হোসেন (২৭) ও একই জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে তুহিন (২৪)।
কমান্ডার মো. এরশাদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) দিনগত রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্বর এলাকা থেকে ওই ৪ মাদক বিক্রেতাকে আটক করেন। সে সময় তাদের কাছ থেকে ১৫৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ ঘটনায় আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।