মাসুদ রানা আটঘরিয়া:
মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি এই স্লোগানকে সামনে নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলার চতরার বিলে কারেন্ট জাল ও ছাই জব্দ করে মোবাইল কোট বসিয়ে আগুন দিয়ে ভূষ্মিভূত করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার ২৩ জুলাই সকালে জেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন এই মোবাইল কোট পরিচালনা করেন।
উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মাছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ বিরোধী ও মৎস্য আইন বাস্তবায়নে অভিযান/ মোবাইল কোট পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, ক্ষেত্র সহকারি নুরে আলম সিদ্দিকী, বিন্দাবন সরকার প্রমূখ। পরে একদন্ত বাজারে এক অভিযান পরিচালনা করে ১০০হাত একটি কারেন্ট জাল হাতে নাতে জব্দ করে সবার সামনে নিবার্হী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুড়িয়ে দেওয়া হয়।