শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আষাঢ় – মো মামুন মোল্যা
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জুলাই, ২০২৩
গগনে ধূসর মেঘ
করে হুড়োহুড়ি,
টাপুরটুপুর অঝরে বৃষ্টি
ছোটে গুড়াগুড়ি।
খাল বিল থই থই
ব্যাঙ ডাকে মক,
জেলেদের মুখে হাসি
ধরে কত বক।
চাষী ভাই ছুটে চলে
কাঁধে নিয়ে লাঙল,
বলদ গুল কেঁদে মরে
কবে হবে মঙ্গল?