সুজানগর পৌরসভার বাস্তবায়নে, পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধান সড়ক থেকে আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের মুজিব বাঁধ পর্যন্ত ৫৫ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে ৪৪৫ মিটার আরসিসি কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর পৌরসভায় আরসিসি সড়কের কাজের উদ্বোধন করেন, প্রধান অতিথি পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পৌরসভার মেয়র রেজাউল করিম রেজ্#া৩৯;র সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর সঞ্চালনায় এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাজাহান আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরনবী সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, আ্লীগ নেতা শ্রী সুবোধ কুমার নটো, ইউনুছ আলী বাদশা, সরদার আব্দুর রউফ, রবিউল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সরদার রহুল আমিন, পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন, আব্দুর রহিম, জায়দুল হক জনি সহ পৌরসভার কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সুজানগর পৌরসভায় আরসিসি সড়কের উদ্বোধন
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩