#চলনবিল_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_ সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জ জেলার #তাড়াশ_উপজেলার কবি ও সাহিত্যিকগণের মধ্যে থেকে কবি ওয়াছিম_উদ্দিনেরর বৃত্তান্ত ।
ইতিহাস ঐতিহ্য সংগ্রাম আর সাফল্যের দর্পনে চলনবিল অঞ্চলের একটি অনন্য উদাহরণ তাড়াশ উপজেলা।এ জনপদ থেকে যে সকল কবি সাহিত্যিক সাহিত্য চর্চা করে বাংলা সাহিত্য ভান্ডার সমৃদ্ধ করার প্রয়াস পেয়েছেন,তার মধ্যে অন্যতম কবি ওয়াছিম উদ্দিন।
#কবি_ওয়াছিম_উদ্দিনঃ
কবি মোঃ ওয়াছিম উদ্দিনপিতা ফতেন ফকির মাতা পলানী বেওয়া গ্রাম দীঘিসগুনা উপজেলা তাড়াশ জেলা সিরাজগঞ্জ।তার জন্ম ১৯৪৫ সালে।প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কবি লিখেছেন প্রচুর। উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন কয়েক বার।কবি একজন ইসলামী চিন্তা চেতনায় বিশ্বাসী মানুষ ও ধর্ম প্রাণ ব্যক্তিত্ব।রেডক্রিসেন্ট এর জীবন সদস্য। তার লেখা মক্কা মদিনার আলোর পরশে,আমার চলনবিল, সহ বেশ কিছু যৌথ কাব্য গ্রন্থ বিদ্যমান।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#প্রকাশনা_অনলাইন_মিডিয়া: ” নৈতিক ভাঙ্গুড়া” এবং” দৈনিক চলনবিলের কথা” ।
#আগামীকাল_প্রকাশিত হবে-
#কবি_নুরুন্নবী_তালুকদার জীবন বৃত্তান্ত।