পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুলাই) দিবাগত রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। মৃত ফুলমতি রবিদাস (৫৭) বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের মৃত অনন্ত রবিদাসের স্ত্রী।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, রবিবার রাত ১০ টার দিকে ফুলমতি রবিদাস বৈদ্যুতিক ফ্যানে সুইচ দিতে গেলে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জান্নাতুল ফেরদৌস রাখি তাকে মৃত ঘোষনা করেন।