সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ভাঙন কবলিত এলাকা ও ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব ।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত মহাপরিচালক মো: শহীদুল ইসলাম, রাজশাহী উওর পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপ- বিভাগীয় প্রকৌশলী মো.মিলটন হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন,থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা প্রমুখ।
শনিবার (৮জুলাই)দুপুরে উপজেলার খাষপুখুরিয়া, বাঘুটিয়া, বিনানই, চর সলিমাবাদ, ভূতের মোড় ভাঙন এলাকা পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব জানান, বর্ষা মৌসুমে ভাঙন বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে ভাঙন অংশে জিও ব্যাগ ফেলা হচ্ছে। খাষপুখুরিয়া থেকে চর সলিমাবাদ অবধি প্রায় ৪৭কোটি টাকার প্রকল্পের কাজ আগামী শুকনো মৌসুমে শুরু হবে। প্রকল্পের কাজ বাস্তবায়নের মধ্য দিয়ে এই উপজেলার ভাঙন প্রবন অঞ্চল গুলো ভাঙন থেকে রক্ষা পাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, উপজেলা প্রশাসন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা থাকলে সেটি খতিয়ে দেখা হবে। পরিদর্শন শেষে ঘুটিয়া ইউনিয়নে বিনানই পশ্চিম পারা সপ্রাবি মাঠে এসব কথা বলেন।