বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈদ এলোরে – রেজাউল করিম রোমেল
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
ঈদ এলোরে ঈদ এলো
লাগলো মনে দোলা,
ধনী গরিব সবার মাঝে
খুশির দুয়ার খোলা।
আত্মীয় স্বজন আসবে এখন
ঈদের খুশি ক্ষণে,
গোমরা মুখে থেকো না আর
এমন একটি দিনে।
ঈদের খুশি বয়ে যাক
সবার জীবনে,
সেমায় পায়েস খেয়ে সবাই
ঘুরতে যাব রে।