প্রেমের এক নাম হলো বিজ্ঞান
পরীক্ষা-নিরীক্ষা করে চিত্ত করো দান।
প্রেমের আর এক নাম হলো সততা
ইহার মধ্যে প্রীতি পায় অমরতা।
প্রেমের আর এক নাম হলো অভিমান
ইহা করে প্রেমের গভীরতা অর্জন।
প্রেমের আর এক নাম হলো সুখ
তাইতো ভালোবাসার হয় এক মুখ ।
প্রেমের আর এক নাম হলো বেদনা
তাইতো প্রেমের জন্য মানুষ করে সাধনা ।
প্রেমের আর এক নাম হল কবিতা
তাই প্রীতির মানুষ খোঁজে হৃদয়ের খাতা।
বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রেম – মো:মামুন মোল্যা
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ জুলাই, ২০২৩