সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামীর পরিবারের সদস্যরা কর্তৃক সংখ্যালঘু পরিবারের জমি ও বাড়ি জবর দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জেলার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের মৃত শিবপদ সাহার পুত্র ভৈরব সাহা গংদের ক্ষেত্রপাড়ার মৌজার এস/এ-৯৬৮, বি এস-২৩ নং খতিয়ানের এস/এ ৩৯৮ ও ৩৯৯, বি/এস-১৯৮ নং দাগের ০.২৩ একর জমির মধ্যে ০.১০ একর জমির সকল কাগজপত্র তাদের থাকলেও সাগর কুমার সাহার নিকট থেকে দাগ/খতিয়ান নম্বর ভুল করে ১টি তঞ্চকী দলিল করে মূল খতিয়ানের জমি বাদ দিয়ে অন্য খতিয়ানের জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত আসামী আব্দুল গফ্ফার এর কন্যা মোছাঃ নাছরিন সুলতানা ও তার ভাড়াটিয়া বাহিনী। যে জমিটিতে দুইটি টিনসেড রুম বিশিষ্ট ৪৩ শতক জমি ভৈরব সাহা সহ তার পরিবার শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি এবং যে জমিটি নিয়ে বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, সাতক্ষীরা আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোক্তার খাঁর স্ত্রী মোছাঃ নাছরিন সুলতানা সহ তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে জমিটি জবর দখলে নিয়েছে। এ বিষয়ে ভৈরব কুমার সাহা জানান, তারা যে দাগে জমি ক্রয় করেছেন সে জমি বাদ দিয়ে আমাদের রেকর্ডীয় জমি ও বসতভিটার তালা ভেঙ্গে জবর-দখল করে রেখেছে। তারা ভয়ংকর প্রকৃতির সন্ত্রাসী হওয়ায় আমাদের প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে ও আমাদের ছেলে মেয়েরা তাদের ভয়ে স্কুলে যেতে পারছেনা। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে অভিযুক্ত মোছাঃ নাসরিন সুলতানা জানান, আমরা জমিটি ক্রয় করে ভোগদখলে আছি। কাগজপত্রের সমস্যা থাকলে বিজ্ঞ আদালত তার ফয়সালা করবেন।

বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সংখ্যালঘু পরিবারের জমি ও বাড়ি জবর দখলের অভিযোগ
প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ জুলাই, ২০২৩