বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অভয়নগরে চিহ্নিত ২জন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ জুলাই, ২০২৩
যশোরের অভয়নগরে চিহ্নিত মাদক বয়বসায়ী ২জন কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার নওয়াপাড়া বউবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ আলী(৩২), ও একই দিনে রাত সাড়ে ৯টায় সাজু মোল্লা(২৮) কে আটক করে থানার পুলিশ।
আটককৃত মোহাম্মাদ আলী উপজেলার বুইকরা  ড্রাইভারপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে ও সাজু মোল্লা একই এলাকার মোঃ মহাসিন মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুজ্জামান ও এসআই শহিদুল ইসলাম ও এএসআই নিয়ামুলের নেতৃত্বে নওয়াপাড়া বউ বাজার এলাকা থেকে পৃথক অভিযানে ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।আটককৃত মোহাম্মাদ আলীর দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ও আটক সাজুর দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জানা যায়, মোহাম্মাদ আলীর বিরুদ্ধে মাদক মামলাসহ মোট ১৪ টি ও সাজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পৃথক অভিযানে ২ জনের কাছ থেকে ৩৬ পিস ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য গত ২০২২ সালের ২ সেপ্টেম্বর  ৪,৫,৬ নং ওয়ার্ডের ২নং বিট পুলিশিং এর এক সভায় তৎকালীন অভয়নগর  থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসান বিট অফিসার এস আই মোঃ শাহ-আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদক ব্যবসা না করার অঙ্গীকার করে মুচলেকা দেয় এলাকার ৬ মাদক ব্যবসায়ী। এদের মধ্যে মোহাম্মদ আলী ও সাজু শেখ অন্যতম ছিলো।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ও সাজুকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।