সোমবার , ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জ ৯৪ ব্যাচ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ জুলাই, ২০২৩
সিরাজগঞ্জ ৯৪ ব্যাচ এসএসসি’র প্রথম ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১ জুলাই) সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যদিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সকালের শুরুতে ব্যাচের রেজিস্ট্রেশনকৃত সদস্যরা টিশার্ট,আইডি কার্ডসহ অন্যান্য সামগ্রী গ্রহন করেন। পরে কেক কেটে দিনটির শুভ সুচনা করেন,এসএসসি ৯৪ ব্যাচের সদস্যরা।এরপর উৎসব মুখর পরিবেশে একটি বর্ণাঢ্য রেলী করেন তারা। এতে সদস্যরা ছাড়াও গুণীজনেরা অংশ নেয়।
সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে শুরু হয় আলোচনা সভা।শিশু, কিশোরসহ সব বয়সীদের বিনোদনের জন্য আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিশু শিল্পীদের নৃত্য যেন সবার নজর কেড়ে নেয়।সুষ্ঠ,সুন্দর পরিবেশে বিতরণ করা হয় দুপুরের খাবার (মধ্যাহ্ন ভোজ)। দুপুর গড়িয়ে যখন বিকেল হয়,তখন সব বয়সীদের নিয়ে শুরু হয় রেফেল ড্র। বিজয়ীদের মাঝে দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
সিরাজগঞ্জ ৯৪ ব্যাচ সদস্যদের মধ্যে আমিনুল ইসলাম,নুরুল ইসলাম, জাহিদ হাসান রতন,এস এম রেজাউল করিম, রাশেদ,সাইফুল, খোকন কুমার কুন্ডু,নির্মল ঘোষ, সুমিষ্ট সেন, রেজাউল ইসলাম, কাজল রেখা, মিজানুর রহমান, শুভ্রা পোদ্দার,সুলতানা পারভীন রিক্তাসহ ১৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন। যারা বর্তমানে দেশের সরকারি,বেসরকারি দপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এমনকি কোন না কোন কর্মে নিয়োজিত রয়েছেন। এ ছাড়াও দিনটি উপলক্ষে আরও নানা কর্মসুচী পালন করেন এসএসসি ৯৪ ব্যাচের সদস্যরা।
৯৪ ব্যাচের সদস্যরা তাদের প্রতিক্রিয়ায় জানান, প্রথম বারের মত সিরাজগঞ্জ ৯৪ ব্যাচ সলঙ্গায় পালন করা হয়েছে। যা অনেক ভাল লাগার বিষয়। অনেকে দেশ বা দেশের বাইরে থাকায় স্বশরীরে অংশ নিতে না পারলেও ভার্চুয়্যালী আমাদের সাথে ছিল। সবাইকে নিয়ে এমন আয়োজন উপভোগ করা ব্যাপক উৎসাহের বিষয়। তারা প্রতি বছর এ ধরনের অনুষ্ঠান করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।