পাবনার ভাঙ্গুড়ায় ঈদ পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জুলাই) বিকেলে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে পৌরসভার সাহেব পাড়ার আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় সাহেব পাড়া অবিবাহিত ফুটবল একাদশ ও বিবাহিত ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। ৯০ মিনিটের খেলায় বিবাহিত ফুটবল একাদশ ৩-২ গোলে অবিবাহিত ফুটবল একাদশকে পরাজিত করে।
ম্যাচ শেষে উভয় দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। উক্ত ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, সরকারি শারীরিক শিক্ষা কলেজ রাজশাহী’র বিপিএড শিক্ষার্থী সাখাওয়াত হোসেন।
খেলার অন্যতম আয়োজক সামসুল ইসলাম বলেন, ‘এলাকার মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে দীর্ঘদিন ধরে এ প্রীতি ফুটবল ও আনন্দ আয়োজন করে আসছি।