“ভালোর সাথে আলোর পথে”- এ প্রতিপাদ্যকে সামনে রেখেক সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অদম্য মেধাবীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার ধানগড়ায় শিশু শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্স একাডেমিতে প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা দিনব্যাপী এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও মাহাতোদের কুড়মালি ভাষার লেখক উজ্জল কুমার মাহাতো। বন্ধুসভার সদস্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধানঘরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু ইউছফ জাকারিয়া, সিরাজগঞ্জ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট কামরুল হাসান, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ কুমার মোদক, পূর্ব আটঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাকিবুল হাসান, চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ অদম্য মেধাবী ছাবিকুন্নাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান আজাদ, তায়েবা খাতুন, তাছমিয়া খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহেরা তাসনীম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অলোক কুমার মাহাতো, রনি আহমেদ, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রসেনজিত কুমার মাহাতো, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া ইসলাম, ঢাকা কলেজের শিক্ষার্থী ওমর ফারুক নিবিড়, রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আলম রূপন্তী, মহুয়া সাহা, তিথি সাহা, ফাতেমা খাতুন, কেয়ামনি, ইসরাত জাহান মুক্তি, রাজশাহী নিউ গভ. কলেজের শিক্ষার্থী পুলক কুমার মাহাতো, রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক রাজু আহমেদ রকি, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলমগীর খান, ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ। আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠে সমাবেশ। স্মৃতিচারণ, আগামী দিনের কর্মপরিকল্পনা, আড্ডা আর র্য্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় তৃতীয়বারের এ আয়োজন।
রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রায়গঞ্জে অদম্য মেধাবী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জুলাই, ২০২৩