শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের পর আগুন, দগ্ধ ৪ নিখোঁজ ৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জুলাই, ২০২৩

ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙ্গর করা একটি তেলবাহী ট্যাংকার  বিষ্ফোরিত হয়েছে। এতে দগ্ধ হয়েছেন ট্যাংকারে থাকা ৪ জন কর্মচারী, নিখোজ রয়েছেন ৪জন এবং তাদের মধ্যে ১ জন বাবুর্চি অক্ষত অবস্থায়  ঝালকাঠি সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে। বাবুর্চি জানান, জাহাজে সর্বমোট ১৩ জন কর্মচারী কর্মরত ছিলেন। তাদের মধ্যে হতে ২ জন ছুটিতে আছেন বাকীরা জাহাজের মধ্যে ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঝালকাঠি, রাজাপুর, নলছিটি ও বরিশালের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রন করেছে।একই সঙ্গে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

শনিবার (১জুলাই) বেলা ১ টা ৩০ মিনিটের দিকে ঝালকাঠি পৌরসভা খেয়াঘাটের বিপরীত পাশে সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ে রাজাপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝালকাঠি  সদর থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনী-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেল খালাস করতে পেট্রোল ও ডিজেল নিয়ে আসে। জাহাজটি  নোঙ্গর  করা অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিষ্ফোরণ হয়। পরে জাহাজের ইঞ্জিনরুমে আগুন ধরে কালো ধুমা বের হতে থাকে। বিষ্ফোরণে ইঞ্জিনরুমের উপরে দ্বিতল বিশিস্ট সুকানি ও স্টাফ কেবিন উড়ে নদীতে পড়ে ডুবে যায়।
দগ্ধ হয়ে আহতের মধ্যে রয়েছেন পাবনা জেলার মোদাচ্ছেরের পুত্র মো: শাকিল (৩৫), চাঁদপুরের মৃত আবুল হোসেন পাটোয়রীর পুত্র  মো: ফরিদুল আলম (৫৩), পিরোজপুরের মঠবাড়িয়া থানার  ছালাম বেপারীর পুত্র  ইকবাল হোসেন (২৭), বরিশাল জেলার বাকেরগঞ্জের শিবপুর গ্রামের মনিরুল ইসলাম টুকুর পুত্র মাইনুল ইসলাম হৃদয়(২৯)।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম জানান, পেট্রোল ও ডিজেল ভর্তি সাগর নন্দিনী-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করার অপেক্ষায় ছিলো। জাহাজটি ২ দিন আগে চট্টগ্রাম থেকে এসে এখানে নোঙ্গর করে।

ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডা: মো: জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন সরকারসহ উর্ধ্বতন  সরকারী কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

জাহাজের তেল খালাসের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাগর নন্দিনী-২ তেলবাহী জাহাজের মালিক গোপালগঞ্জের শেখ হাফিজ নামের এক ব্যবসায়ী। জাহাজের গায়ে লাইসেন্স নং এম- ১৩০৬৩ লেখা রয়েছে। জাহাজটির তলা ফেটে পানি ওঠার কারণে নদীতে তলিয়ে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে কয়েক লক্ষ লিটার তেলসহ নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।