বৃহস্পতিবার , ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

অভয়নগরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জুলাই, ২০২৩
যশোরের অভয়নগরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষার লক্ষে শুক্রবার (৩০ জুন) বিকেলে নওয়াপাড়া মডেল কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
রোমান স্মৃতি সংঘের সৌজন্যে খেলায় অংশগ্রহন করেন বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা শত শত দর্শক খেলাটি উপভোগ করেন। ৯০ মিনিটের খেলায় কোন দল গোল করতে না পারায় খেলাটি ট্রাইবেকারে গড়ালে অবিবাহিত একাদশ বিবাহিত একাদশকে ৩-২ গোলে পরাজিত করে। অবিবাহিত দলের পক্ষে সুমন,রাজু,সাদ্দাম একটি করে গোল করেন। এবং বিবাহিত দলের পক্ষে সোহান ও রাকিব দুইটি গোল করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (যশোর-১) শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ এনামুল হক বাবুল, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,আলহাজ¦ মোহাম্মদ আলী, ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সালাম। খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম মহলদার। খেলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোমান স্মৃতি সংঘের সভাপতি রকিবুল ইসলাম। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ধারাভাষ্য করেন জামিরা কলেজের সহকারী অধ্যাপক সমীর কুমার বিশ্বাস। খেলাটি পরিচালনা করেন রেফারি বাদশা ফয়সাল এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অবিবাহিত দলের আকাশ।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ