সিরাজগঞ্জ টাংগাইল অঞ্চল চৌহালী শাখার আয়োজনে মুসলিম এআইডি এর অর্থাআয়নে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধি ও অসহায় সম্বলহীন মানুষের পাশে মাংস নিয়ে দাড়ালেন সেবামূলক সংগঠন উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চৌহালীতে বৃহস্পতিবার (২৯-৬-২৩) বিকেলে কুরকি উদ্দীপন শাখা কার্যালয় থেকে ৭৫ জন নিরহ অসহায় সম্বলহীন ও প্রতিবন্ধিকে ৪ কেজি করে কোরবানির মাংস তুলে দেন টাংগাইল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো, বাবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন চৌহালী উপজেলা শাখার ব্যবস্থাপক মো, আনজারুল ইসলাম, উদ্দীপন টাংগাইল সদর শাখার শাখা ব্যবস্থাপক মো, বেল্লাল হোসাইন, ময়মনসিংহ জোনের পশু চিকিৎসক মো, রনজু আহম্মেদ, ময়মনসিংহ জোনের ডা, মো, আব্দুল্লা, চৌহালী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান, উদ্দীপন চৌহালী শাখার হিসাব রক্ষক মো, মোস্তাফিজুর রহমান,উদ্দীপন স্টাফ মো, মেহেদী হাসান,আঃ লতিফ, খাষকাউলিয়া ইউপি সদস্য (সাবেক) মো,বাবলু, মো, এনামুল হক, মো, বেলায়েত হোসেন বুলু, ইউএনও’র প্রতিনিধি আনসার ভিডিপি’র সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টাংগাইল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো, বাবুল হাসান বলেন, ইসলাম ধর্মীয় মনস্তাত্ত্বিক চিন্তাধারায় বিশ্বাসী হয়ে সরকারের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন যুগে গ্রামের অসহায় গরীর ও নিরহ প্রতিবন্ধিদের হাতে মুসলিম এআইডির অর্থায়নে কোরবানির মাংস তুলে দেন উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন এনজিও ব্যাংক। তিনি আরও বলেন, চৌহালীর বিভিন্ন এলাকার প্রতিবন্ধি ও অসহায় সম্বলহীন মানুষের তালিকা করে তাদের পাশে দাড়ালেন সেবামূলক সংগঠন উদ্দীপন, পরবর্তী সময়ে উপজেলার প্রত্যেক প্রতিবন্ধি এবং নিরহ অসহায় লোকের পাশে থাকবে উদ্দীপন ইনশাআল্লাহ।