মো: আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া,নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পড়ে রাস্তায় চলাচল করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক ৫টি মামলায় মোট ৫৫০০ টাকা জরিমানা করা হয়েছে । বুধবার (২২ জুলাই) দুপুরে নবীনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। এসময় নবীনগর থানার এসআই জসিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ভ্রাম্যমাণ আদালতকে অভিযানে সহযোগিতা করেন।
অভিযানে আইন অমান্যকারীদের জরিমানা ও সতর্ক করা হয়। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান, জরুরী প্রয়োজনে বাহির হলে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে সবাইকে ঘরে থাকার আহবান জানান তিনি।