পাবনার চাটমোহরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১১শ কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, গুনাইগাছা ইউনিয়ন চেয়ারম্যান রজব আলী বাবলু প্রমূখ।
সরকারের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে চলতি বছরে প্রদানকৃত এ কর্মসূচিতে প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি পেয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান, প্রনোদনা কর্মসূচিতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়ায় উপজেলায় রোপা আমন চাষ বৃদ্ধি পাবে। চলতি মৌসুমে ৬ হাজার ৭শত ৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের ল¶ মাত্রা নির্ধারণ করা হয়েছে।