বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এককথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের দূষণ রোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ছাড়াও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ বৈশিক উষ্ণতা কমাতে ও নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।
তাই পরিবেশের দূষণ রোধ ও বৈশিক উষ্ণতা কমানো সহ প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে চলতি বছর গ্রামীণ ব্যাংক সারাদেশব্যপী বৃক্ষরোপণ মৌসুমে ২০ কোটি ফলজ ও বনজ চারা রোপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় পাবনার চাটমোহরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন ) দুপুরে উপজেলার পৌরসদরে অবস্থিত গ্রামীণ ব্যাংক, চাটমোহর শাখায় ১৯ হাজার ২৭৩ টি ফলজ ও বনজ চারা বিতরণের মাধ্যমে পাবনা জোনের চাটমোহর এরিয়ার ১১টি বাঞ্চে ফলজ ও বনজ চারা বিতরনের শুভ উদ্বোধন করেন পাবনা যোনের জোনাল ম্যানেজার মো. আহসাব উদ্দীন আহম্মেদ চৌধুরী।
পাবনা জোনের যোনাল ম্যানেজার মো. আহসাব উদ্দীন আহম্মেদ চৌধুরী বলেন, এই ব্যাংক শুধু ঋণই দেয় না, দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নেও ব্যাপক অবদান রাখে। এই সামাজিক দায়বদ্ধতা ও প্রধানমন্ত্রীকে দেয়া কথা রাখতে গ্রামীণ ব্যাংক সারাদেশে তাদের সদস্যদের মাধ্যমে ২০ কোটি গাছের চারা রোপণ করার পরিকল্পনা গ্রহন করেছে। পাশাপাশি গ্রামীণ ব্যাংক তাদের সব সদস্যকে দারিদ্র্যমুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
এছাড়াও বর্তমানে গ্রামীণ ব্যাংকে ১৫ ধরনের ঋণ সুবিধা চালু রয়েছে বলে উল্লেখ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন, চাটমোহরের এরিয়া ম্যানেজার প্রদীপ কুমার সরকার, চাটমোহর শাখার শাখা ব্যবস্থাপক মো. রবিউল হক, মো. আবুহোরায়রা, মো, রাজু আহম্মদ, মো, সুমন ইসলাম, মো, আব্দুল মতিন প্রমুখ।