চলনবিলের তাড়াশে গত ১৩ জুন মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাড়াশ পৌর সদরের পূর্ব পাড়ার ৬ টি পরিবারের ৬ টি ঘর আগুনে পুড়ে যায়। এতে লিটন দাস, উজ্জ্বল দাস, নিরেন দাস, চৈতন্য, তাপসী দাস ও সন্তোষ দাসের পরিবারের প্রায় ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
আজ সোমবার বিকেলে ওই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে আসেন সিরাজগঞ্জ জেলা পরিষদদের নেতৃবৃন্দ।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ অানিছুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বাতেন, জেলা পরিষদ সদস্য মো. শরিফুল ইসলাম তাজফুলসহ আরো অনেকে।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। পাশাপাশি তাদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।