আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চলনবিলের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক ইউনিয়নের ১ হাজার ৮৫৭ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি হারে চাল বিতরণের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ও ট্যাগ কর্মকর্তা মো. সাকাত হোসাইন, ইউপি সচিব মো. ফরিদুল ইসলাম, দেশীগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নয়ন সরকারসহ অনেকে ।
এ সময চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি হারে ভিজিএফ চাল উপকার ভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা খাদ্য অফিস জানিয়েছে, ঈদুল আযহা উপলক্ষে তাড়াশ উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভায় ১৬ হাজর ৩০০ জন উপকারভোগীদের মাঝে ১৬৩ মেট্রিক টন ভিজিএফ-এর চাল বিতরণ করা হবে।