মঙ্গলবার , ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

রামগড়ে করোনায় আক্রান্ত হয়ে আরেক মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জুলাই, ২০২০

বেলাল হোসাইন,(খাগড়াছড়ি):

খাগড়াছড়ির রামগড়ে বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল হাসেম মিয়া(৮৩)করোনা আক্রান্ত হয়ে আজ বুধবার রাত দুইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেইন্তেকাল করেন।

রামগড় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সজীব কান্তি রুদ্রর উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফনকাজ সম্পন্ন করা হয়। তিনি রামগড় পৌরসভার সুকেন্দ্রাই পাড়া নিবাসী।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত রেহানা জানান,গত ১৬জুলাই বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মিয়ার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৯ জুলাই তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়।তিনি আরো জানান,তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় গতকাল ২১জুলাই উনাকে হাসপাতালে নিয়ে আসা হয়।পরবর্তীতে উনার বয়স এবং আগে থেকে নানা জটিল রোগে ভুগছিলেন বিধায় তার পারিবারিক সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়

রামগড় উপজেলার সহকারি কমিশনার (ভূমি)সজিব কুমার রুদ্র জানান, আজ দুপুর ২টার দিকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম মিয়াকে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় রামগড় কেন্দ্রীয় কবরস্থানে  দাফন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলের রামগড় থানার প্রতিনিধি এস আই মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মফিজুর রহমান সহ অনেকে।

দাফন কাজ সম্পূর্ণ করতে সহায়তা করেন  “শেষ বিদায়ের বন্ধু “সংগঠন রামগড় শাখা।জানাযায় ইমামতি করেন “শেষ বিদায়ের বন্ধু”সংগঠনের সদস্য   মওলানা হাফেজ আশরাফ।এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রামগড়ে শোকের ছায়া নেমে আসে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ